loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

এফএ কাপে ম্যানসিটির কষ্টার্জিত জয়; হেরেছে আর্সেনাল


এফএ কাপে ম্যানসিটির কষ্টার্জিত জয়; হেরেছে আর্সেনাল

ইংলিশ এফএ কাপে চতুর্থ টায়ারের ক্লাব চেলটেনহ্যামের বিপক্ষে ৩-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে সাউদাম্পটনের কাছে পরাজিত টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল।

শনিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ছয়বারের শিরোপা জয়ী সিটিকে বেশ সংগ্রাম করতে হয়েছে। তবে শেষভাগে এসে ফিল ফোডেন, গাব্রিয়েল জাসুস ও ফেরান টরেসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছেন পেপ গার্ডিওলার শিষ্যরা।

এদিন ১০টি পরিবর্তন এনে দল মাঠে নামিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে খেলতে গিয়ে শুরুতে স্বাগতিক ক্লাবের তীব্র প্রতিবন্ধকতার মুখে পড়েছে সিটিজেনরা। স্থানীয় র‌্যাংকিংয়ের ৭২তম অবস্থানের ক্লাবটি রক্ষণাত্মক খেলে ঘাম ঝরিয়ে দেয় সিটিজেনদের।

তবে, বিরতির পরে সফরকারী দলের আক্রমণে আরও গতি আসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই জাসুসের একটি জোড়ালো শট পোস্টে লেগে ফিরে আসার পরে উল্টো গোল হজম করায় হতাশা নেমে আসে সফরকারীদের শিবিরে। গোল খরার ম্যাচে প্রথমে সাফল্য পায় স্বাগতিকরাই। বেন টোজেরের দূর পাল্লার থ্রোতে ধোকা খায় সিটিজেনরা। ৫৯ মিনিটে আলফি মে থ্রোর বল একেবারেই বারের সামনে পেয়ে লক্ষ্য ভেদ করেন।

এমন পরিস্থিতিতে পথ খুঁজে বের করতে ইলকে গুন্ডোগান ও হোয়াও ক্যান্সেলোকে মাঠে পাঠান গার্দিওলা। নিরাশ করেননি তাঁরা। ৮১ মিনিটে ক্যান্সেলোর ক্রস থেকে গোল পরিশোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ফোডেন।

তিন মিনিট পরে আগের ভুল শুধরে গোল করেন জাসুস। অতিরিক্ত সময়ে গুন্ডোগানের নিচু ক্রস থেকে গোল করে ব্যবধান ৩-১ গোলে পৌঁছে দেন টরেস।

গার্ডিওলা বলেছেন, ‘আমরা মানসম্পন্ন খেলা দিয়ে পার্থক্য গড়তেই এখানে এসেছিলাম। তাঁরা পোস্টে দক্ষতা প্রদর্শন করেছে। আমাদের ছেলেদের তুলনায় তাঁদের শারিরিক গঠন ও উচ্চতাও বেশি ছিল। শেষ পর্যন্ত আমরা দেখিয়েছি কিভাবে এমন সমস্যার সামাল দিতে হয়। তাঁদের নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ছিল।’

এই মৌসুমে ক্লাবের হয়ে সর্বাধিক গোল করা ফোডেনেরও প্রশংসা করেছেন ক্যাটালান কোচ। তিনি বলেন, ‘দারুণ সময় কাটাচ্ছে ফিল ফোডেন। তাঁর মধ্যে রয়েছে দারুন আত্মবিশ্বাস। গোল পোস্টের সামনে সে খুবই সচেতন।’

এর আগে অনুষ্ঠিত ম্যাচে রেকর্ড ১৪বার এফ এ  কাপ শিরোপা জয়ী আর্সেনাল ১-০ গোলে হেরেছে সাউদাম্পটনের কাছে। ম্যাচের ২৪ মিনিটে গাব্রিয়েলের আত্মঘাতী গোলে পরাজিত হয় সাতটি পরিবর্তন নিয়ে মাঠে নামা গানাররা। এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মাইকেল আর্তেতার শিষ্যরা।

শনিবার অনুষ্ঠিত এফএ কাপের অন্যান্য ম্যাচে বার্নলে ১-০ গোলে নরউইচকে, ব্রাইটন ২-১ গোলে ব্ল্যাকপুলকে, ব্রিস্টল সিটি ৩-০ গোলে মিলওয়ালকে, শেফিল্ড ইউনাইটেড ২-১ গোলে প্লাইমাউথকে, সোয়ান্সি ৫-১ গোলে নটিংহ্যাম ফরেস্টকে এবং ওয়েস্টহ্যাম ৪-০ গোলে ডনকাস্টারকে পরাজিত করেছে।

Loading...