loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

নিউইয়র্কে এপ্রিলে সীমিত পরিসরে কিছু থিয়েটার খোলার অনুমতি


নিউইয়র্কে এপ্রিলে সীমিত পরিসরে কিছু থিয়েটার খোলার অনুমতি

নিউইয়র্কে পারফর্মিং আর্ট পুনরায় শুরুর লক্ষ্যে আগামী ২ এপ্রিল থেকে সীমিত পরিসরে কিছু থিয়েটার পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। গত ১২ মার্চ থেকে এসব থিয়েটার বন্ধ রয়েছে। গভর্নর বুধবার (৩ মার্চ) এক ঘোষণায় এ-কথা বলেছেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এক সংবাদ সম্মেলনে গভর্নর এন্ড্রু কওমো বলেন, থিয়েটারে সর্বোচ্চ ১০০ জনের ধারণ ক্ষমতা থাকবে। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক থাকবে। তবে, আউটডোর শোতে ২০০ লোকের ব্যবস্থা রাখা যাবে।

নিউইয়র্কসহ অন্যান্য রাজ্যে করোনা-সংক্রমণ ও হাসপাতালে ভর্তি কমে যাওয়ার প্রেক্ষাপটে শর্তসাপেক্ষে এসব থিয়েটার আবার চালু করতে সবুজ সংকেত দেওয়া হলো।

অবশ্য, যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ শিথিল করা শুরু করলেও কওমো নিউইয়র্কবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “কিছু রাজ্য দ্রুত শিথিলতার পদক্ষেপ নিচ্ছে। নিষেধাজ্ঞা হালকা করে আপনি হয়তো স্বস্তি বোধ করছেন, কিন্তু দেখবেন, ভাইরাসটি আবার ছোবল হানছে।”

Loading...