loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চিত্রনায়ক শাহীন আলম আর নেই


চিত্রনায়ক শাহীন আলম আর নেই

বাংলাদেশের এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলম আর নেই। সোমবার (৮ মার্চ) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শনিবার (৬ মার্চ) থেকে রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই অভিনেতা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শাহীন আলমের ছেলে ফাহিম গণমাধ্যমকে জানান, আগে থেকেই তাঁর বাবার কিডনি জটিলতার সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল। ডায়ালাইসিস চলাকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। তারপর দ্রুত তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

ঢাকায় বেড়ে ওঠা শাহীন আলম শুরুতে মঞ্চে অভিনয় করতেন। ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে ১৯৮৬ সালে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ১৯৯১ সালে শাহীন অভিনীত ‘মায়ের কান্না’ সিনেমাটি মুক্তির পরে চাহিদা বাড়ে তাঁর। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন শাহীন। এরপর দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।

শাহীন আলম অভিনীত ছবিগুলোর মধ্যে ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘প্রেম দিওয়ানা’, ‘চাঁদাবাজ’, ‘প্রেম প্রতিশোধ’, ‘টাইগার’, ‘রাগ-অনুরাগ’, ‘দাগি সন্তান’, ‘বাঘা-বাঘিনী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আলিফ লায়লা’, ‘আঞ্জুমান’, ‘অজানা শত্রু’, ‘গরিবের সংসার’, ‘দেশদ্রোহী’, ‘আমার মা’, ‘পাগলা বাবুল’, ‘তেজী’, ‘শক্তির লড়াই’, ‘দলপতি’, ‘পাপী সন্তান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বিগবস’, ‘বাবা’, ‘বাঘের বাচ্চা’, ‘বিদ্রোহী সালাউদ্দিন’, ‘তেজী পুরুষ’ অন্যতম।

Loading...