loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন যন্ত্রশিল্পী নিহত


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন যন্ত্রশিল্পী নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় মাইক্রোবাসের দুইজন যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – ড্রামবাদক পার্থ প্রতিম গুহ (৫০) ও পার্কাসন বাদক হানিফ আহমেদ (৪১)। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন তাঁরা। ভোর ৫টা ২০ মিনিটের দিকে মাইক্রোবাসটিকে চাপা দেয় একটি লরি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পার্থ প্রতিম গুহ ঘটনাস্থলেই মারা যান। হানিফ আহমেদকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাতটার দিকে মারা যান তিনি।

লরিটিকে আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

হানিফ আহমেদ ও পার্থ প্রতিম গুহের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনেকে।

Loading...