loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

কবরী আর নেই


কবরী আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরী। আজ শনিবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গত ১৫ এপ্রিল সন্ধ্যা থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গত ৫ এপ্রিল জানা যায়, কবরী করোনা-আক্রান্ত। সেদিন রাতেই তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় ৮ এপ্রিল তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ‘হীরামন, ‘ময়নামতি, ‘চোরাবালি, ‘পারুলের সংসার, ‘বিনিময়’, ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি৷

ছবি প্রযোজনা ও পরিচালনাও করেছেন এই অভিনেত্রী। কবরী পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম ‘আয়না’। ‘এই তুমি সেই তুমি’ নামের ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন তিনি।

Loading...