loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে


দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে

বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৮৮ জন। এর মধ্যে পুরুষ ৬২ ও নারী ২৬ জন। গতকাল ৯৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা-মহামারিতে মৃত্যুবরণ করলেন ১০,৮৬৯ জন। করোনা-শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। গত দুই দিন মৃত্যুর হার ছিল ১.৪৬ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৫,৮৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩,৬২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৭,৪২৯ জনের নমুনা পরীক্ষায় ৪,০১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.০০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৪.৬৩ শতাংশ। গতদিনের চেয়ে আজ শনাক্তের হার ০.৬৩ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ-পর্যন্ত মোট ৫৩ লাখ ৩ হাজার ৮ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৯ লাখ ৩২ হাজার ৮০টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৭০ হাজার ৯২৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা-আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫,২২৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭,২৬৬ জন। দেশে এ-পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭.৫৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭.২৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬,৪১৩ জনের। এর আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৭,৭৮৭ জনের।

গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ২৭৭টি ও বেসরকারি ৭২টিসহ ৩৪৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৫,৮৯৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭,৪২৯ জনের।

Loading...