loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

ঢাকায় দোকানপাট-শপিংমল খোলা থাকবে রাত নয়টা পর্যন্ত


ঢাকায় দোকানপাট-শপিংমল খোলা থাকবে রাত নয়টা পর্যন্ত

রোজাদারদের কথা বিবেচনা করে ঢাকায় আজ থেকে দোকানপাট, শপিংমল ও বিপণিবিতান রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। রোববার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ-তথ্য জানান। অবশ্য এ-বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি তৌফিক এহসান জানান, রাত নয়টা পর্যন্ত দোকান, মার্কেট, শপিংমল খোলার রাখার নির্দেশনা তাঁরা পেয়েছেন।

এর আগে, সরকার কঠোর লকডাউনের মধ্যে ২৫ এপ্রিল থেকে প্রতিদিন সাত ঘণ্টা করে দোকানপাট ও শপিংমল খোলার কথা জানিয়েছিল। তবে, রমজান মাস হওয়ায় রোজদারদের কথা মাথায় রেখে বিকেল পাঁচটার বদলে রাত নয়টা পর্যন্ত সময় বাড়ালো সরকার।

Loading...