loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

কোভিড নিষেধাজ্ঞা: ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ করলে জেল হতে পারে


কোভিড নিষেধাজ্ঞা: ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ করলে জেল হতে পারে

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটি থেকে যাত্রী প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া। আজ শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার সাময়িক ভ্রমণ-নিষেধাজ্ঞা দেওয়ার পরে অস্ট্রেলিয়ার কোনো নাগরিক ভারত থেকে ফিরলে পাঁচ বছরের জেল এবং জরিমানা করা হতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ভারতে কোভিড-১৯ এ আক্রান্তদের কোয়ারেন্টিনের অনুপাতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহেই ভারত থেকে সব ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতে প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন, যার মধ্যে ৬০০ জনের অবস্থা গুরুতর।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, গত সোমবার থেকে ১৪ দিনের মধ্যে ভারতে ছিলেন এমন কেউ অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হবে না। নতুন এই আইন মেনে চলতে ব্যর্থ হলে পাঁচ বছরের জেল অথবা ৬৬ হাজার অস্ট্রেলিয় ডলার জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।

আগামী ১৫ মে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Loading...