loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

কোভিড নিষেধাজ্ঞা: ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ করলে জেল হতে পারে


কোভিড নিষেধাজ্ঞা: ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ করলে জেল হতে পারে

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটি থেকে যাত্রী প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া। আজ শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার সাময়িক ভ্রমণ-নিষেধাজ্ঞা দেওয়ার পরে অস্ট্রেলিয়ার কোনো নাগরিক ভারত থেকে ফিরলে পাঁচ বছরের জেল এবং জরিমানা করা হতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ভারতে কোভিড-১৯ এ আক্রান্তদের কোয়ারেন্টিনের অনুপাতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহেই ভারত থেকে সব ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতে প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন, যার মধ্যে ৬০০ জনের অবস্থা গুরুতর।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, গত সোমবার থেকে ১৪ দিনের মধ্যে ভারতে ছিলেন এমন কেউ অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হবে না। নতুন এই আইন মেনে চলতে ব্যর্থ হলে পাঁচ বছরের জেল অথবা ৬৬ হাজার অস্ট্রেলিয় ডলার জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।

আগামী ১৫ মে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Loading...