loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দেশে ২৪ ঘন্টায় করোনায় ৫৭ জনের মৃত্যু, আক্রান্ত ২,১৭৭ জন


দেশে ২৪ ঘন্টায় করোনায় ৫৭ জনের মৃত্যু, আক্রান্ত ২,১৭৭ জন

বাংলাদেশে করোনাভাইরাস (কােভিড-১৯) শনাক্তের ৪১৯তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৭ জন। একই সময়ে এই রোগে আক্রন্ত হয়েছেন ২,১৭৭ এবং সুস্থ হয়েছেন ৪,৩২৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ২৫ জন। গতদিন ৮৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করলেন ১১,৪৫০ জন। করোনা-শনাক্ত বিবেচনায় শুক্রবার (৩০ এপ্রিল) মৃত্যুর হার ১.৫১ শতাংশ। গতদিনও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৩ জন এবং ষাটোর্ধ বয়সী ৩৫ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগে দুই জন করে এবং খুলনা ও সিলেট বিভাগে পাঁচ জন করে রয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২১,০৪৬ জনের নমুনা পরীক্ষায় ২,১৭৭ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর আগের দিন ২৪,৯২৮ জনের নমুনা পরীক্ষায় ২,৩৪১ জনের দেহে করোনা-শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০.৩৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯.৩৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ-পর্যন্ত মোট ৫৪ লাখ ৬৯ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৩৯ হাজার ৫৬টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ৩০ হাজার ৬৪৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩.৮৮ শতাংশ। এর আগের দিন পর্যন্ত এই হার ছিল ১৩.৮৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪,৩২৫ জন। এর আগের দিন সুস্থ হয়েছিলেন ৪,৭৮২ জন। দেশে এ-পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ১৩২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৭৬ শতাংশ। এর আগের দিন এই হার ছিল ৮৯.৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০,৮৪২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪,৭২৩ জনের।

গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৩৪৬টি ও বেসরকারি ৭৩টিসহ ৪১৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা করা হয়েছে।

Loading...