loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু


আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু

করোনাভাইরাস সংক্রমণরোধে ১৭ দিনের স্থগিতাদেশের পরে সরকারি নির্দেশিকা ও নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশ শনিবার (১ মে) আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করেছে। সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ (সিএএবি) অতিমাত্রায় কোভিড-১৯ আক্রান্ত ১২টি দেশের যাত্রীদের প্রবেশ বন্ধ রাখার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। দেশগুলো হলো – আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টা রিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অবশ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ দিনে ওই ১২টি দেশে সফররত (বসবাসকারী নয়) শুধুমাত্র বাংলাদেশি প্রবাসী বা নাগরিকদের ঢাকা ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে, সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ মিশন থেকে তাঁদের জন্য অবশ্যই বিশেষ অনুমোদন থাকতে হবে।

এছাড়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে থেকে আসা যাত্রীদের নিজ খরচে সরকার-মনোনীত হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেক-ইনের সময় হোটেল বুকিংয়ের প্রমাণ অবশ্যই দেখাতে হবে এবং বিমান সংস্থাগুলোর প্রতিনিধি বোর্ডিং পাস দেওয়ার আগে এটি যাচাই করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রীরা ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টা রিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া হয়ে ভ্রমণ করতে পারবেন, তবে তাঁরা বিমান সংস্থাগুলোর ঘনিষ্ঠ তত্ত্বাবধায়নে বিমানবন্দরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন।

সিএএবি জানিয়েছে, এর ব্যতিক্রম হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতার থেকে আসা বাংলাদেশগামী যাত্রীদের নিজ খরচে সরকার মনোনীত হোটেলে সম্পূর্ণ বাধ্যতামূলক তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হলে, যাত্রীদের মেডিকেল পরীক্ষা করা হবে। মেডিকেল পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে যাত্রীদের শুধুমাত্র ১১ দিনের হোম কোয়ারেন্টিন শেষ করার জন্য ছেড়ে দেওয়া হবে।

সিএএবি আরও জানিয়েছে, উপরোক্ত ৩৮টি দেশ ছাড়া অন্যান্য দেশের যাত্রীদের বাংলাদেশে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে, আগত যাত্রীদের ১৪ দিন কঠোর হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ-বিস্তার রোধে সরকার গত ১৪ এপ্রিল থেকে সবগুলো আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট অপারেশন স্থগিত করেছিল।

Loading...