loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকা তালিকাভুক্ত করলো ডব্লিওএইচও


জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকা তালিকাভুক্ত করলো ডব্লিওএইচও

কোভিড-১৯ রোগ চিকিৎসায় জরুরি ব্যবহারের জন্য মর্ডানার টিকা তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। শুক্রবার (১ মে) সংস্থাটি এ-তথ্য জানিয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তালিকাভুক্ত হওয়া এটি করোনাভাইরাসের পঞ্চম টিকা। ডব্লিওএইচও-তে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে কোভ্যাক্সের আওতায় দরিদ্র দেশগুলোতেও এখন এই টিকা সরবরাহ করা যাবে।

যুক্তরাষ্ট্র ২০২০ সালের ১৮ ডিসেম্বর মডার্না ভ্যাকসিন অনুমোদন দেয়।

ডব্লিওএইচও এক বিবৃতিতে বলছে, স্ট্র্যাটেজিক এডভায়জরি গ্রুপ অফ এক্সপার্টস অন ইমিউনাইজেশান (এসএজিই) মডর্নার টিকা ৯৪.১ শতাংশ পর্যন্ত কার্যকর বলে উল্লেখ করেছে।

ডব্লিওএইচও এর আগে ফাইজা/বায়োএনটেক, অ্যাস্ট্রাজেন্কা, সেরাম ইন্সস্টিটিউট অফ ইন্ডিয়া এবং জন্সনের টিকা অনুমোদন দিয়েছে।

এদিকে, মডার্না বৃহস্পতিবার বলেছে, ২০২২ সাল নাগাদ প্রতিষ্ঠানটি এই টিকার ৩০০ কোটি ডোজ পর্যন্ত উৎপাদন করবে।

Loading...