loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউভেন্টাসের রাজত্ব শেষ করে সিরি আ জিতলো ইন্টার


ইউভেন্টাসের রাজত্ব শেষ করে সিরি আ জিতলো ইন্টার

রোববার (২ মে) রাতে সমীকরণ ছিল এ-রকম – সাসুয়োলোর মাঠে তালিকার দুই নম্বরে থাকা অ্যাটালান্টা পয়েন্ট হারালেই শিরোপা-উল্লাসে মাতবে ইন্টার মিলান; হয়েছেও তা-ই। এগিয়ে গিয়েও জিততে পারেনি অ্যাটালান্টা। ফলে, নিশ্চিত হলো ইতালিয়ান সিরি আর ২০২০-২১ মৌসুমে ইন্টারের শিরোপা জেতা। সান সিরোর ক্লাবটি অবসান ঘটালো ইউভেন্টাসের টানা নয় বছরের রাজত্বের।

এদিন ১-১ গোলে ড্র করেছে সাসুয়োলো ও অ্যাটালান্টা। ক্লাব দু’টি পয়েন্ট ভাগাভাগি করায় ১১ বছর পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিলো ইন্টার মিলান। এর আগে, ২০০৯-১০ মৌসুমে শিরোপা জিতেছিল মিলান।

সিরি আ’র সবচেয়ে সফল ক্লাবের তালিকায় এককভাবে দুইতে উঠে গেছে ইন্টার। লিগে এটি ক্লাবটির ঊনবিংশ শিরোপা। তাঁরা পেছনে ফেলেছে ১৮টি শিরোপা জেতা নগর-প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে। ৩৬টি শিরোপা নিয়ে সবার উপরে আছে ইউভেন্টাস।

তারকা ইতালিয়ান কোচ এন্টোনিয়ো কন্টের হাত ধরে সিরি আ’তে একচ্ছত্র আধিপত্য শুরু করেছিল ইউভরা। ২০১১-১২ মৌসুমে তাঁর অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল তুরিনের বুড়িখ্যাত ক্লাবটি। এরপর টানা আরও আটবার লিগ সেরার মুকুট মাথায় পরেছে তাঁরা। এবার সেই কন্টেই ইউভেন্টাসের অপ্রতিরোধ্য যাত্রার ইতি টেনেছেন। তাঁর কোচিংয়ে স্কুদেত্তো পুনরুদ্ধার করেছে ইন্টার।

অবশ্য, নিজেদের কাজটা আগেভাগেই সেরে রেখেছিল ইন্টার। গত শনিবার রাতে ক্রোতোনের মাঠে ২-০ গোলে জেতে দলটি। ৬৯তম মিনিটে তাঁদেরকে এগিয়ে দেন বদলি নামা ক্রিস্টিয়ান এরিকসেন। যোগ হওয়া সময়ে পাল্টা-আক্রমণে ব্যবধান বাড়ান আশরাফ হাকিমি।

রোমেলু লুকাকু-আলেক্সিস সান্চেজদের শিরোপার অপেক্ষা বাড়াতে সাসুয়োলোর বিপক্ষে অ্যাটালান্টার জয় ভিন্ন বিকল্প ছিল না। কিন্তু শুরুর দিকেই ধাক্কা খায় দলটি। ২২তম মিনিটে পিয়েরলুইজি গোলিনি সরাসরি লালকার্ড পেলে দশ জনের দলে পরিণত হন তাঁরা। তারপরও রবিন গোসেনসের গোলে ৩২তম মিনিটে এগিয়ে যায় অ্যাটালান্টা।

স্বাগতিক দল সমতায় ফেরে ৫২তম মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন দমেনিকো বেরার্দি। সাসুয়োলোও ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। ৭৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্লন সান্তোস। তিনি ডি-বক্সে ফাউল করায় পেনাল্টিও পায় অ্যাটালান্টা। তবে, লুইস মুরিয়েল স্পট-কিকে ব্যর্থ হওয়ায় জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় সফরকারী দলের।

৩৪ ম্যাচে ইন্টারের সংগ্রহ ৮২ পয়েন্ট। ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটালান্টা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে রয়েছে মিলান। চতুর্থ স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৬৭। মন্দ মৌসুম কাটানো ইউভেন্টাস ৬৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে। রোনাল্ডো-দিবালাদের হাতে অবশ্য একটি ম্যাচ রয়েছে।

Loading...