loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ভারতে করোনা-শনাক্ত দুই কোটি ছাড়ালো


ভারতে করোনা-শনাক্ত দুই কোটি ছাড়ালো

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন লাখ ৫৭ হাজার ২২৯ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি দুই লাখ ৮২ হাজার ৮৩৩ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে করোনা-আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩,৪৪৯ জন। করোনায় এ-পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ২২ হাজার ৪০৮ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন লাখ ২০ হাজার ২৮৯ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ৬৬ লাখ ১৩ হাজার ২৯২ জন।

মঙ্গলবার (৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ-তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে – কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৪৮,৬২১ জন।

ভারতে মোট শনাক্ত দুই কোটি দুই লাখ ৮২ হাজার ৮৩৩ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩ জন।

ভারতে এখন পর্যন্ত প্রায় ১৬ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৫৮৭ জন এবং মারা গেছেন ৩২ লাখ ১০ হাজার ১২৩ জন। এছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ৬১৫ জন।

Loading...