loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • করোনা-সংক্রমণ বৃদ্ধিতে ঢাকার সঙ্গে সাত জেলার যোগাযোগ বন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে প্রমোশন

  • ইনজুরি সময়ের গোলে ইকুয়েডরকে রুখে দিল ভেনেজুয়েলা

  • ম্যাচ জিতে পুরনো রেকর্ড স্পর্শ করলো ইতালি, হেরেও নকআউটে ওয়েল্স

  • আরও ৫৩,৩৪০টি পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে ঈদের তারিখ জানা যাবে বুধবার সন্ধ্যায়


বাংলাদেশে ঈদের তারিখ জানা যাবে বুধবার সন্ধ্যায়

বাংলাদেশে ঈদ-উল-ফিতরের চাঁদ, বা আরবি শাওয়াল মাসের চাঁদ দেখতে বুধবার (১২ মে) সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৩ মে), আর না দেখা গেলে ৩০ রোজা পূর্ণ হয়ে ঈদ হবে ১৪ মে শুক্রবার।

পবিত্র ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে বুধবার (১২ মে) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ঈদ উদযাপনের তারিখ জানানো হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা সোয়া সাতটায় এই বৈঠক হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানায়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৩ মে) সারাদেশে ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে। অন্যথায়, পরের দিন শুক্রবার মুসলিম সম্প্রদায় ঈদের আনন্দে মেতে উঠবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

Loading...