loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ ‘টারজান’ লারা নিহত


বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ ‘টারজান’ লারা নিহত

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ও সিনেমা ‘টারজান’-এর অভিনেতা জো লারা (৫৮) ও তার স্ত্রী গোয়েন লারা উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে এই দুর্ঘটনা ঘটে। এতে তাঁরা দুজনসহ মোট সাত জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ-তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকারী দল রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানিয়েছে, ছোট জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে এটি। উড়োজাহাজতে মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর পরই ওই লেকে উদ্ধারকাজ শুরু হয়। আরসিএফআর আরও জানায়, কেউ বেঁচে নেই। দেহগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

জো লারা ‘টারজান’ ছায়াছবি ও ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয়তা পান। ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ইন ম্যানহাটন’-এ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান: দি এপিক অ্যাডভেঞ্চার্স’-এ কাজ করেন। ১৯৯৬-১৯৯৭ সালে এটি প্রচারিত হয়েছিল।

Loading...