loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • যুক্তরাজ্যের ভ্রমণ লাল-তালিকায় আর নেই বাংলাদেশ

  • নভেম্বর থেকে ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট শুরু

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে ৫ অক্টোবর

  • ছয় ঘণ্টা নয়, চার ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

  • টেকসই ভবিষ্যত নিশ্চিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ পরীক্ষায় ডিআইআইটি’র সাফল্য


জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমবিএ পরীক্ষায় ডিআইআইটি’র সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিএ পরীক্ষায় বিস্ময়কর সাফল্য অর্জন করেছেন ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি (DIIT)’র শিক্ষার্থীরা। ২০২১ সালের এমবিএ-র ফলাফলে সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে ডিআইআইটি’র শিক্ষার্থীরা মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থান অর্জন করেছেন।

এ-বছর এই প্রতিষ্ঠানের ৮০ শতাংশ শিক্ষার্থী জিপিএ ৩.৫০ পেয়েছেন। এর মধ্যে সাতজন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ ৪.০০ এর স্কেলে ৪.০০ – যা DIIT’র ২৫ বছরের ইতিহাসে এক ঐতিহাসিক অর্জন।

ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি ১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করে ড্যাফোডিল পরিবারের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। জীবনভিত্তিক শিক্ষা বাস্তবায়নে চাকরির প্রস্তুতি, দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি, কর্মজীবনে সফলতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে শিক্ষা কার্যক্রমকে আরও যুগোপযোগী করে তুলেছে প্রতিষ্ঠানটি।

DIIT বিশ্বাস করে, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এই সফলতার মূল কারণ।

বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একটি অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে DIIT। দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর প্রচেষ্টা, প্রযুক্তিগত জ্ঞান অর্জন, যুগোপযোগী শিক্ষা, দক্ষতাভিত্তিক জ্ঞান, সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতিমূলক পরীক্ষা গ্রহণ, নেতৃত্বের শিক্ষাদান, নাগরিক দায়িত্ব ও মূল্যবোধের শিক্ষা ইত্যাদির মাধ্যমে  DIIT-র শিক্ষার্থীদের সাফল্য প্রতিষ্ঠানটিকে রোল মডেল হিসেবে গড়ে তুলেছে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...