loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

স্পেনের সঙ্গে পয়েন্ট ভাগ করলো পোল্যান্ড


স্পেনের সঙ্গে পয়েন্ট ভাগ করলো পোল্যান্ড

দুই তারকা আলভারো মোরাতা ও জেরার্দ মোরেনোর বোঝাপড়ায় প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্পেন। বিরতির পরে রবার্ট লেভানদভস্কির লক্ষ্যভেদে সমতায় ফেরে পোল্যান্ড। কিছুক্ষণের ব্যবধানে স্পট-কিক মিস করেন মোরেনো। পরে, অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেন না লুইস এনরিকের শিষ্যরা।

শনিবার (১৯ জুন) রাতে স্পেনের সেভিয়াতে ‘ই’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপে এটি ২০১০-এর বিশ্বজয়ী দেশটির টানা দ্বিতীয় ড্র। একই ভেনুতে আগের ম্যাচে দলটি সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল পোলিশরা।

এখনও কোনো ম্যাচ জিততে না পারায় ইউরোপের সর্বোচ্চ ফুটবল আসরের পরবর্তী পর্বে যাওয়ার পথ ভীষণ কঠিন হয়ে উঠলো স্পেনের। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ইউরোর তিনবারের চ্যাম্পিয়ন দেশটি আছে গ্রুপের তৃতীয় স্থানে। নকআউটের আশা বাঁচিয়ে রাখা পোল্যান্ডের অর্জন সমান-সংখ্যক ম্যাচে এক পয়েন্ট। দলটি আছে একেবারে নিচে। চার পয়েন্ট নিয়ে সুইডেন শীর্ষে ও তিন পয়েন্ট নিয়ে স্লোভাকিয়া দুইয়ে রয়েছে।

স্পেন ম্যাচে আধিপত্য করলেও গোলমুখে প্রথম শটটি নিয়েছে পোলিশরা। চতুর্থ মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া মাতেয়াস ক্লিচের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ছয় মিনিট পর থেকে স্প্যানিশরা ভীতি ছড়িয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগে।

২৫তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে মোরেনোর গড়ানো পাসে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে খুব কাছ থেকে জাল স্পর্শ করেন মোরাতা অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান, পরে রেফারি ভিএআর-এর সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত দিলে উল্লাসে মেতে ওঠে স্পেন।

সাম্প্রতিক সময়ে গোল না পাওয়ায় চাপে ছিলেন মোরাতা। একাদশে তাঁর স্থান নিয়ে উঠছিল প্রশ্ন। তারপরও এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে তাঁকে খেলানোর নিশ্চয়তা দিয়েছিলেন। আস্থার প্রতিদান দিয়ে গোল উদযাপনের সময় কোচের সঙ্গে আলিঙ্গন করেন মোরাতা।

৩৪তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে মোরেনোর ফ্রি-কিক লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে পাল্টা-আক্রমণে লেভানদভস্কির ক্রসে ক্যারল সুইডারেস্কির ভলি পাশ কাটিয়ে যায় । যদিও হেড করার মতো উচ্চতায় ছিল বল।

৪৩তম মিনিটে সমতার খুব কাছে পৌঁছে গিয়েছিল পোল্যান্ড। আল্বার কাছ থেকে বল কেড়ে নিয়ে কামিল জোজিয়াক বাড়ান সুইডারেস্কিকে। তাঁর শট বাধা পায় পোস্টে। এরপর লেভানদভস্কির প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক উনাই সিমোন।

বিরতির আগে মোরেনো ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন। আল্বার ক্রসে ছয় গজের বক্সের ভেতর থেকে তাঁর শট বাইরের দিকের জালে লাগে।

৫৪তম মিনিটে সমতায় ফেরে পোল্যান্ড। জোজিয়াকের অসাধারণ ক্রসে হেড করেন লেভানদভস্কি। চার মিনিট পরেই ফের পিছিয়ে পড়তে পারতো দলটি। কিন্তু ভিএআর-এর সহায়তায় পাওয়া পেনাল্টি পোস্টে মারেন মোরেনো; ফিরতি শটে মোরাতা ফাঁকা জালে বল পাঠাতে পারেননি।

বাকি সময় রক্ষণভাগ দৃঢ় রেখে খেলেছে পোলিশরা। তাঁদের প্রাচীর ভাঙার বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল। ৬৫তম মিনিটে মোরাতার প্রচেষ্টা ঠেকিয়ে দেন স্ট্যান্সনি। ৭৩তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় থাকলেও বদলি ফেরান তোরেসের হেড হয় লক্ষ্যভ্রষ্ট।

৮০তম মিনিটে রদ্রির শট জমা হয় পোলিশ গোলরক্ষকের গ্লাভসে। তিন মিনিট পরে আবারও দলকে বাঁচান তিনি। পাবলো সারাবিয়ার নিজে শট না নিয়ে গোলমুখে পাস দেন মোরাতাকে। তাঁর শট এগিয়ে এসে রুখে দেন স্ট্যান্সনি। মুক্ত বলে তোরেসের শট বাইরে চলে যায়।

আগামী বুধবার একই ভেনুতে গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে স্লোভাকিয়ার মুখোমুখি হবে এনরিকের দল। একই সময়ে রাশিয়ার মাটিতে সুইডেনকে মোকাবেলা করবে পোল্যান্ড।

Loading...