loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

মূসক নিবন্ধন নিলো মাইক্রোসফ্ট


মূসক নিবন্ধন নিলো মাইক্রোসফ্ট

নতুন অর্থবছরের প্রথম দিন গত ১ জুলাই বাংলাদেশে পণ্য বিক্রি, বিজ্ঞাপন এবং অন্য খাতের আয় থেকে সরকারকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধের জন্য নিবন্ধন নিয়েছে বিশ্বের জনপ্রিয় সফ্টওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফ্ট। এর আগে জুন মাসে ফেইসবুক এবং মে মাসে গুগল ও অ্যামাজন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ ভ্যাট নিবন্ধন করেছিল।

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফ্ট বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা মূসক (ভ্যাট) নিবন্ধন নিয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা-দক্ষিণ ভ্যাট কমিশনারেট মাইক্রোসফ্টকে এই নিবন্ধন প্রদান করে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সিঙ্গাপুরের ঠিকানায় মাইক্রোসফ্ট রিজিওনাল সেল্স পিটিই লিমিটেড নামে সংস্থাটি নিবন্ধন পেয়েছে। নিবন্ধন নেওয়ায় মাইক্রোসফ্ট এখন থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে। ফলে, ভ্যাট কর্তৃপক্ষ তাঁদের রিটার্ন যাচাই-বাছাই, অর্থাৎ অডিট করতে পারবে।

উল্লেখ্য, মাইক্রোসফ্ট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফ্টওয়্যার ও অ্যাপ্স বিক্রি করে থাকে। এছাড়া, ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফ্টের সঙ্গে যুক্ত। সেজন্য ইয়াহু যেসব সেবা দেয়, তার বিপরীতেও ভ্যাট দিতে হবে।

অবশ্য, এর আগেও মাইক্রোসফ্ট-এর সেবার বিপরীতে ভ্যাট নেওয়া হতো। মাইক্রোসফ্ট-এর বিলের টাকা বিদেশে পাঠানোর সময় মূসক কর্তন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ মূসক কেটে রাখে।

এর আগে, জুন মাসে ফেইসবুক এবং মে মাসে গুগল ও অ্যামাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। অনলাইনভিত্তিক বিনোদন চ্যানেল নেটফ্লিক্স ও হইচইকেও শীঘ্রই ভ্যাট নিবন্ধন দেওয়া হবে বলে জানা গেছে।

Loading...