বাংলাদেশ ব্যাংক কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। লেনদেন-পরবর্তী কার্যক্রমের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল চারটা পর্যন্ত। বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে এই সময় কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ জুলাই) জানানো হয়, এই সময়সূচি ১৪ জুলাই পর্যন্ত থাকবে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও আগামী ১১ জুলাই (রোববার) ব্যাংক বন্ধ থাকবে।