loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই


কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার বুধবার (৭ জুলাই) সকালে মুম্বাইয়ের একটি হাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গত ৩০ জুন তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর সময় তাঁর স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

দুই দিন আগেও তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল ছিল বলে স্ত্রী সায়রা বানু এক টুইট বার্তায় জানিযেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, দিলীপ কুমারের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। আমরা তাঁকে বাড়িতে নিয়ে যেতে চাই। কিন্তু চিকিৎসকদের অনুমতি মেলেনি। আজ সকাল সাড়ে সাতটায় হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, বলিউডের ‘ট্রাজেডি কিং’ খ্যাত দিলীপ কুমার ৬৫টির ও বেশি সিনোমায় অভিনয় করেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো – ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম,’ ‘গঙ্গা যমুনা’ ‘মধুমতি’, ‘রাম অউর শ্যাম,’ ‘দিদার’, ‘আন্দাজ,’ ‘মেলা’, ‘বাবুল’, ‘যোগান’, ইত্যাদি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে, ‘কিলা’ ছবিতে। দিলীপ কুমার ১৯৪৬ সালে ‘জোয়ার ভাটা’, ছবিতে প্রথম অভিনয় করেন।

দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালের ১১ ডিসেম্বর। তাঁর আসল নাম মোহাম্মদ ইউসুফ খান।

ভারত সরকার ১৯৯১ সালে তাঁকে‘পদ্মাভূষণ’ খেতাব দেন। এর তিন বছর পরই তাঁকে ‘রাজা সাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত করা হয়।

১৯৬০ সালে ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল-এ-আজম’ দিলীপ কুমারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

Loading...