loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

আরদাশীর কবির ও সুস্মিতা আনিস বিইএফ-এর সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত


আরদাশীর কবির ও সুস্মিতা আনিস বিইএফ-এর সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

আরদাশীর কবির ও সুস্মিতা আনিস ২০২১-২৩ মেয়াদে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)-এর নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

আরদাশীর কবির একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে বিগত ৩৫ বছর যাবত ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে জড়িত রয়েছেন। তিনি সাতগাও টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, কেদারপুর টি কোম্পানী লিমিটেডের একজন পরিচালক এবং বাংলাদেশ টি বোর্ডের সাবেক সভাপতি।

তিনি দৈনিক সংবাদ-এর পরিচালক ও নির্বাহী পরিচালক। এলিভেটর ও এসকেলেটরের ক্ষেত্রে তিনি লাবনী করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি জাহাজভাঙ্গা থেকে ধাতব ব্যবসার সাথে সংশ্লিষ্ট আইরনসাইডের ব্যবস্থাপনা পরিচালক। কৃষি-বনজ ও জলজ চাষের ক্ষেত্রে তিনি সাতগাও এগ্রো ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক।

আরদাশীর কবির ২০১৭-১৯ মেয়াদে বিইএফ-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সুস্মিতা আনিস এসিআই ফরমুলেশন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক এবং অডিট কমিটির সদস্য হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও, তিনি এসিআই লজিস্টিক্স লিমিটেড, এসিআই ফুড্স লিমিটেড, এসিআই মর্টস লিমিটেড, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক্স লিমিটেড, ক্রিয়েটিভ কমিউনিকেশন্স লিমিটেড, কনসোলিডেট কেমিক্যাল্স লিমিটেড, এসিআই পিউর ফ্লাওয়ার লিমিটেড, স্টকাস্টিক লজিক লিমিটেড, এসিআই সল্ট লিমিটেড, এসিআই কেমিক্যাল্স লিমিটেড, নিম ল্যাবরেটরিজ (প্রা.) লিমিটেড, দৌলা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড, এবং এসিআই ফাউন্ডেশন (অলাভজনক প্রতিষ্ঠান)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সুস্মিতা আনিস ২০১৯-২০ মেয়াদে বিইএফ-এর কমিটি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...