loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ ও পরীক্ষার ফি-সংক্রান্ত নির্দেশনা জারি


এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ ও পরীক্ষার ফি-সংক্রান্ত নির্দেশনা জারি

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ (মাউশি)। শনিবার (৩১ জুলাই) রাতে দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে শিক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তাঁর অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করা যেতে পারে।

এতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-তে ১১ অগাস্ট প্রকাশ করা হবে। ১২ অগাস্ট থেকে ২৫ অগাস্টের মধ্যে প্রতিষ্ঠানের অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার্থীকে ৩০ অগাস্টের মধ্যে পরীক্ষার ফি দিতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সকল প্রতিষ্ঠানকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/Eff এ ক্লিক করে EIINও Password দিয়ে Login করে Probable List-এ যেতে হবে এবং তালিকা Print করে  হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের বকেয়া পাওনা (পাওনা না থাকলে ‘০’ ) লিখতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা তাঁর অভিভাবকের সচল মোবইল নম্বর নিশ্চিত হয়ে সঠিকভাবে লিখতে হবে। 

বকেয়া প্রদান, মোবাইল নম্বর সংগ্রহ বা অন্য কোনো কারণে স্বাস্থ্যবিধি মানার স্বার্থে পরীক্ষার্থী বা তাঁর অভিভাববককে সশরীরে প্রতিষ্ঠানে আসতে বলা যাবে না। প্রয়োজনে EIIN I Password দিয়ে পুনরায়  Login করে ঐ হার্ডকপি (মুদ্রণকৃত Probable List) -তে টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য কম্পিউটারে প্রদর্শনকৃত Probable List-এর সাথে মিলিয়ে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। ফর্ম পূরণ প্যানেল সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রতিষ্ঠানের মোট বকেয়া পাওনা এন্ট্রি করতে হবে (বকেয়া পাওনা না থাকলে‘০’ টাকা এন্ট্রি করতে হবে) এবং পরীক্ষার্থী বা অভিভাবকের সচল মোবাইল নম্বর সঠিকভাবে প্রবেশ করাতে হবে।

এইচএসসি পরীক্ষা-২০২১ উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না এবং এ-সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না। বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা আবেদন ফর্ম পূরণ করতে পারবে। কোনো পরীক্ষার্থী তাঁর রেজিষ্ট্রেশন ছাড়া কোনো বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে ঐ বিষয়ের পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে অকৃতকার্য, শুধু আবশ্যিক বিষয়ে অকৃতকার্য, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী, অর্থাৎ, সকল ধরনের পরীক্ষার্থীকে অবশ্যই ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ ছাড়া পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের সুযোগ নেই। বোর্ড ফি ও কেন্দ্র ফি প্রদর্শন করাই থাকবে; ফলে, বোর্ড ফি এন্ট্রি করার প্রয়োজন নেই।

পরীক্ষার্থী বা তাঁর অভিভাবক সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ সোনালী ই-সেবা এর মাধ্যম হিসেবে নগদ, বিকাশ, রকেট, ইউপে, সোনালী ই-ওয়ালেট ইত্যাদি ব্যবহার করতে পারবে। ফি পরিশোধ  করার বিস্তারিত বিবরণ ও নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে থাকবে। সোনালী ব্যাংক ও সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সশিয়াল সার্ভিস (এমফিএস) প্রদানকারী প্রতিষ্ঠান যেমন – নগদ, বিকাশ, রকেট, ইউপে ফি পরিশোধ-সংক্রান্ত নিয়মাবলী বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করবে।

Loading...