loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

কনকাকাফ গোল্ডকাপের শিরোপা জিতলো যুক্তরাষ্ট্র


কনকাকাফ গোল্ডকাপের শিরোপা জিতলো যুক্তরাষ্ট্র

একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোকে পরাজিত করে কনকাকাফ গোল্ডকাপের শিরোপা জয় করেছে যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্টে এটি মার্কিনিদের সপ্তম শিরোপা। মাইল্স রবিনসনের হেডে ১১৭ মিনিটে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গোলরক্ষক ম্যাট টার্নারের অসাধারণ নৈপুণ্যই রোববার (১ অগাস্ট) যুক্তরাষ্ট্রকে শিরোপা উপহার দিয়েছে। লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে মেক্সিকান ডিফেন্ডার এডিসন আলভারেজকে ফাঁকি দিয়ে রবিন্সন গোলরক্ষক আরফ্রেডো টালাভেরাকে পরাস্ত করেন।

ম্যাচ শেষে উচ্ছসিত রবিন্সন বলেছেন, ‘শিরোপা জয়ে সহযোগিতা করতে পেরে আমি দারুণ খুশি। আমরা আজ সত্যিই দারুণ খুশি। গোলটির ব্যপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম। সঠিক সময়ে সঠিক জায়গায় বলটি পেয়েছিলাম।’

২০১৭ সালের পর যুক্তরাষ্ট্রের এটি প্রথম গোল্ডকাপ শিরোপা। ২০১৯ সালের ফাইনালে মেক্সিকোর কাছে পরাজয়ের এক মধুর প্রতিশোধই নিল গ্রেগ বারহল্টারের দল।

ম্যাচটি লাস ভেগাসে অনুষ্ঠিত হলেও স্টেডিয়ামের ৬০ হাজার আসনের প্রায় পুরোটা জুড়েই ছিল মেক্সিকান সমর্থকদের সবুজ-লালের সমারোহ। যদিও বিষয়টির সাথে পরিচিত যুক্তরাষ্ট্র। মেক্সিকোর বিপক্ষে খেলতে নামলেই ঘরের মাঠে তাঁরা যেন অতিথি দল হিসেবে পরিণত হয়। 

দ্বাদশ গোল্ডকাপের শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামা মেক্সিকো প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও যুক্তরাষ্ট্র বিরতির পর লড়াইয়ে ফিরে আসে। আর অতিরিক্ত সময় পর্যন্ত তাঁরা এই লড়াই ধরে রেখেছিলেন। দুই দলের দুই গোলরক্ষক অবশ্য নির্ধারিত সময়ের ম্যাচটি গোলশূন্য থাকার পিছনে বড় ভূমিকা পালন করেছেন।

Loading...