loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল


অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

টাইব্রেকারে এদুয়ার্দো অ্যাগুয়েরের প্রথম শটটি ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোস। পরের শটে জোহান ভাসকেসের শট ফিরে আসে বারপোস্টে লেগে। ফলে, শুরুতেই কোণঠাসা হয় মেক্সিকো। এরপর, তাঁরা একবার লক্ষ্যভেদ করলেও নিখুঁত স্পট কিকে ব্রাজিলের চারটি শটই জাল স্পর্শ করে। এতে, মেক্সিকোকে হারিয়ে টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠলো  বর্তমান চ্যাম্পিয়ন দেশটিই।

জাপানের কাশিমো স্টেডিয়ামে মঙ্গলবার (৩ অগাস্ট) সেমিফাইনালের নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। এরপর অতিরিক্ত সময়েও গোল না হলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচটির। সেখানে ৪-১ গোলের ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।

এদিন মাঝমাঠের দখল রেখে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। অবশ্য, রক্ষণভাগ সামলে দারুণ পাল্টা আক্রমণ করে মেক্সিকোও।

ত্রয়োদশ মিনিটে ব্রাজিলের সামনে বাধা হয়ে দাঁড়ান মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। গুলার্মে আরানার জোরালো শট ঠেকিয়ে দেন তিনি। ২৯তম মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল; তবে, ভিএআর-এ দেখে তা বাতিল করেন রেফারি।

৪০তম মিনিট থেকে প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত সময়ে তিন গোল দিতে পারতো মেক্সিকো। প্রথমে লুইস রিমোর শট ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক। এরপর একেবারে ফাঁকায় থেকে নেওয়া আরিয়েল আন্তুনার শট ফিরিয়ে দেন দিয়াগো কার্লস। শেষ মুহূর্তে হেনরি মার্টিনের হেড বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়।

৬৭তম মিনিটে রিচার শট লুফে নেন ওচোয়া। ৮১তম মিনিটে দানি আলভেজের ক্রস থেকে অসাধারণ এক হেড নিয়েছিলেন রিশার্লিসন। তবে, বারপোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

এরপর আর গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে; গোল হয়নি অতিরিক্ত সময়েও। এ-সময়ে বেশ কিছু দূরপাল্লার শট ছাড়া তেমন জোরালো কোনো আক্রমণও হয়নি। ফলে টাইব্রেকারের ফলাফল নিষ্পত্তি হয় ম্যাচটির।

Loading...