loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

টি-২০ র‍্যাংকিং: শীর্ষস্থান হারালেন সাকিব, উন্নতি মুস্তাফিজের


টি-২০ র‍্যাংকিং: শীর্ষস্থান হারালেন সাকিব, উন্নতি মুস্তাফিজের

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)’র হালনাগাদ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। তিনি আফগানিস্তানের মোহাম্মদ নবির কাছে শীর্ষস্থান হারিয়ে নেমে গেছেন দুই নম্বরে। অবশ্য, বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের। এছাড়া, সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে চলে এসেছেন ‘ফিজ’। আর বোলিং তালিকায় সাকিব আছেন নয় নম্বরে।

টি-২০ বোলিং র‍্যাংকিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। তিনি ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিব হারিয়েছেন মূল্যবান ১৬ রেটিং পয়েন্ট। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে এই টাইগারের। শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবির সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি, ২৮৫। 

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দশ নম্বরে রয়েছেন টাইগার-অধিনায়ক মাহমুদউল্লাহ।

Loading...