loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ভারতকে চরম লজ্জা দিয়ে ইতিহাস গড়লো পাকিস্তান


ভারতকে চরম লজ্জা দিয়ে ইতিহাস গড়লো পাকিস্তান

আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় বেশি থাকলেও দুই ফর্ম্যাটের বিশ্বকাপ (টি-২০, ওডিআই) মিলিয়ে ১২ ম্যাচ খেলেও ভারতের বিপক্ষে জয়হীন ছিল পাকিস্তান। ১২টি ম্যাচেই পরাজিত হয়েছিল পাকিস্তান দল। অবশেষে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল প্রতিবেশী দেশটি। রোববার (২৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই অতিক্রম করে যায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ ও অধিনায়ক বাবর আজম ৫২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন। ১৭.৫ ওভার বোলিং করে পাকিস্তানের কোনো উইকেট ফেলতে পারেনি ভারতীয় বোলাররা। ফলে, ১০ উইকেটে হারের লজ্জা নিয়ে মাঠ ত্যাগ করে ক্রিকেটের অন্যতম পরাশক্তি দেশটি।

এদিন টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান সংগ্রহ করে ভারত। দলের সংগ্রহে বড় অবদান ছিল অধিনায়ক ভিরাট কোহলির। তিন নম্বরে নেমে ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া, রিশভ পান্থের ব্যাট থেকে ৩০ বলে ৩৭ রান এসেছে।

অবশ্য, ভারতের ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো ছিল না। পেসার শাহীন আফ্রিদির বোলিং-তোপে মাত্র ছয় রানেই রোহিত শর্মা (০) ও লুকেশ রাহুলকে (৩) হারায় দল। দলীয় ৩১ রানে ফিরে যান ১১ রান করা সূর্যকুমার যাদবও। সেই অবস্থা থেকে ৫৩ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন কোহলি ও পান্থ।

পান্থের বিদায়ের পরে রবিন্দ্র জাদেজাকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন কোহলি। জাদেজা ১৩ রানে সাজঘরে ফিরে যান। কোহলির উইকেটটিও শিকার করেছেন শাহীন আফ্রিদি। ৩১ রানে তিন উইকেট পেয়েছেন শাহীন। ৪৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন হাসান আলী। 

এদিন ম্যাচ-সেরা হয়েছে শাহীন আফ্রিদি।

Loading...