loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

আফগানিস্তানের মুজিব-রশিদের ঘূর্ণিতে উড়ে গেলো স্কটল্যান্ড


আফগানিস্তানের মুজিব-রশিদের ঘূর্ণিতে উড়ে গেলো স্কটল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৯০/৪ (জাদ্রান ৫৯, গুর্বাজ ৪৬, জাজাই ৪৪; শরিফ ২/৩৩, ডেভি ১/৪১, ওয়াট ১/২৩)
স্কটল্যান্ড: ১০.২ ওভারে ৬০ (মান্জি ২৫, কোয়েতজার ১০, মুজিব ৫/২০, রশিদ ৪/৯)
ফলাফল: আফগানিস্তান ১৩০ রানে জয়ী
ম্যাচ-সেরা: মুজিব-উর-রহমান

দুই স্পিন বোলার মুজিবুর রহমান ও রশিদ খানের নৈপুণ্যে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু করলো আফগানিস্তান। সুপার টুয়েল্ভ পর্বে গ্রুপ-২ তে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (২৫ অক্টোবর) আফগানরা ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে। টি-২০ বিশ্বকাপে রানের দিক থেকে এটি যৌথভাবে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও গড়লো আফগানিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। পাওয়ার প্লের সুবিধা বেশ কাজে লাগান আফগানদের দুই ওপেনার হযরোতুল্লাহ জাজাই ও উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। ৩৫ বলে ৫৪ রান যোগ করেন জাজাই ও শাহজাদ। প্রথম ব্যাটার হিসেবে ১৫ বলে ২২ রান করে আউট হন শাহজাদ।

মারমুখী মেজাজে হাফ-সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন জাজাই; কিন্তু ৪৪ রানে থামতে হয়েছে তাঁকে। ৩০ বল খেলে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি।

দলীয় ৮২ রানে জাজাইয়ের বিদায়ের পরে জুটি বাঁধেন রহমানুল্লাহ গুর্বাজ ও নাজিবুল্লাহ জাদ্রান। দুই ওপেনারের দেখানো পথে হেটে দ্রুত রানের সচল রাখেন গুর্বাজ-জাদ্রান। তৃতীয় উইকেটে তাঁদের ৫২ বলে ৮৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে যায় আফগানিস্তান।

ঊনবিংশ ওভারের তৃতীয় বলে ভাঙে গুর্বাজ-জাদ্রান জুটি। গুর্বাজ ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন। অন্যদিকে, জাদ্রান টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি করেছেন মাত্র ৩০ বলে। শেষ পর্যন্ত ৩৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৫৯ রান করেন জাদরান। শেষদিকে অধিনায়ক মোহাম্মদ নবী চার বল মোকাবেলা করে অপরাজিত ১১ রান করেন। ফলে, ২০ ওভারে চার উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দলীয় রান।

জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিলো স্কটল্যান্ড। ২০ বলে উদ্বোধনী জুটিতে ২৮ রান করে দলটি। ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে তিন উইকেট তুলে নেন আফগানিস্তানের স্পিনার মুজিবুর রহমান। এরপর তৃতীয় ওভারে আরও একটি উইকেট শিকার করেন মুজিব। ফলে ৩৬ রানেই স্কটল্যান্ডের পাঁচ উইকেটের পতন ঘটে।

এরপর মুজিবুবের সাথে উইকেট শিকারে মেতে ওঠেন আফগানিস্তানের আরেক স্পিনার রশিদ খান। স্কটল্যান্ডের মিডল ও লোয়ার-অর্ডার তছনছ করেন রশিদ। ফলে, ১০.২ ওভারে ৬০ রানে অলআউট হয় স্কটিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন ওপেনার জর্জ মান্জি।

আফগানিস্তানের মুজিব চার ওভারে ২০ রানে পাঁচটি এবং রশিদ ২.২ ওভারে নয় রানে চার উইকেট শিকার করেছেন। 

২০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিলেন মুজিব। ক্যারিয়ার-সেরা বোলিং করে এদিন ম্যাচ-সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

আগামী ২৯ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান।

Loading...