কন্যাসন্তানের মা-বাবা হলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (৫ জানুয়ারি) রাতে ঢাকার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিশা। গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন ফারুকী। তিনি জানান, মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।
গত ডিসেম্বরে জীবনের সেরা সময় কাটছে বলে জানিয়েছিলেন তিশা ও ফারুকী; কারণ, তাঁরা মা-বাবা হতে যাচ্ছেন। অভিনয়ে যাঁর দুই যুগের টানা পথচলা, সেই তিশার কয়েক মাস ধরে অভিনয়ের কোনো খবরে ছিলেন না। এমনকি করোনার সময়ে স্টুডিওতে গিয়ে যিনি উপস্থাপনা করতেন, তিনি তাঁর বনানীর বাসা থেকে সেই উপস্থাপনার কাজ সেরে নেন। এদিকে খবর রটে, পা মচকে ঘরবন্দী তিনি। চিকিৎসক বলেছেন, পুরোপুরি বিশ্রাম নিতে। এর মধ্যে জানা যায়, মা-বাবা হতে যাচ্ছেন তিশা ও ফারুকী।
উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন জনপ্রিয় এই জুটি।