loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

স্টেডিয়ামে দুর্ঘটনা: আফকনের কোয়ার্টার-ফাইনাল স্থানান্তর


স্টেডিয়ামে দুর্ঘটনা: আফকনের কোয়ার্টার-ফাইনাল স্থানান্তর

গত সোমবার ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে আটজনের নিহতের ঘটনায় আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালের একটি ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর প্রধান প্যাট্রিস মোটসেপে। এক সংবাদ সম্মেলনে বিষয়টি তিনি  নিশ্চিত করেছেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

রোববারের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ওলেম্বে স্টেডিয়ামের পরিবর্তে ইয়াউন্দের আহমাদু আহিজো স্টেডিয়ামে হবে। ইতোমধ্যে এই স্টেডিয়ামে আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ক্যামেরুন বনাম কোমরোসের মধ্যকার ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বাইরে হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে ক্যামেরুনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আফ্রিকান নেশন্স কাপে মৃত্যুর এই ঘটনায় সব দায়-দায়িত্ব আফ্রিকান ফুটবল কনফেডারেশন নিয়েছে বলে জানিয়েছেন মোটসেপে। তবে, ঘটনাটির সুষ্ঠ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। 

মোটসেপে বলেন ম্যাচ দেখতে আসা সকল দর্শকের নিরাপত্তার দায়িত্ব অবশ্যই সিএএফ’এর। এ সময় তিনি বলেন, আইনিভাবে এই ধরনের দেখভালের দায়িত্ব বর্তায় স্থানীয় আয়োজক কমিটির। কিন্তু আমরা যেহেতু তাঁদের অভিভাবক, তাই এই দায় আমরাও এড়াতে পারিনা। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

Loading...