loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

জীবনের নতুন অধ্যায়ে অভিনেত্রী সারিকা


জীবনের নতুন অধ্যায়ে অভিনেত্রী সারিকা

বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। তাঁর স্বামীর নাম আহমেদ রাহি। তিনি একজন প্রকৌশলী।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে তাঁর বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করে সারিকা বলেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তিনি নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আগামী ১২ তারিখ থেকে তিনি আবার কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন।

এর আগে, ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। তাঁদের বিচ্ছেদ ঘটেছে বেশ আগেই । তাঁদের একজন কন্যা-সন্তান রয়েছে।

২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি।

সারিকা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে – মোহন খানের ‘রাধা তুমি কার’, এস এ হক অলিকের ‘গেন্দুচোরা ও প্রেমকাহিনী’, হিমেল আশরাফের ‘প্রেমের বেদনা’, চয়নিকা চৌধুরীর ‘আহা বালিকা’ ও ‘বিকেলে সোনা রোদ’, সাইফ চন্দনের ‘একটু বোকামি অনেকটা পাগলামী’ ইত্যাদি।

Loading...