আপনার গান দিয়ে তো বাংলাদেশ আর কলকাতা দুটোই মাতাচ্ছেন, বলিউডের গান করার প্লান কিংবা ইচ্ছে আছে নাকি?
বলিউডে প্লেব্যাক প্রত্যেক শিল্পীর স্বপ্ন। কথা চলছে, বেশ কয়েকটা গানও সিলেক্টও হয়ে আছে, তবে এখুনি কিছু বলতে চাইনা। গান এলে তো অবশ্যই জানতে পারবেন।
‘চিকেন তান্দুরী’ কিংবা ‘তোর চোখেতে চেয়ে’ গানদুটির কপিরাইট নিয়ে এদেশে বিতর্কের ঝড় উঠেছিলো। এ বিষয়ে আপনার মন্তব্য কি?
দুটো গানই আমার কম্পোজ করা ও গাওয়া, এ নিয়ে কোন সন্দেহ নেই। মোষ্ট ওয়েলকাম টু, স্বপ্ন যে তুই এবং অ্যাকশন (কলকাতা), এ তিনটি ছবির প্রোডিউসার কেই যথাযোগ্য বিধি-নিয়ম মেনে আমার এনওসি সার্টিফিকেট দেয়া আছে।
ঝড় ঝাপটা পেরিয়ে মানুষকে এগোতে হয়, সততা আর নিষ্ঠার সাথে। আমিও সেটা করি এবং জানি ঈশ্বর আর আমার শ্রোতারা আমায় সবসময় আশীর্বাদ ও দোয়া দিচ্ছেন ও দেবেন।
কোনটা বেশী কঠিন কাজ। গান গাওয়া নাকি সেটার সঙ্গীতায়োজন?
কঠিন কেন হবে? এগুলোই তো সারাজীবন ধরে করতে চাই। গান গাওয়া, সুর তৈরি করা, মিউজিক প্রোগ্রামিং, লিরিকস লেখা বা লাইভ প্রোগ্রাম করা, সবই আমি মন থেকে উপভোগ করে, ফিল করে করি। আমি ফিল করলেই তো শ্রোতারা শুনে সেটা উপভোগ করবেন।
বাংলাদেশে কোন কনসার্ট করার ইচ্ছে আছে?
সে অপেক্ষায় তো কবে থেকেই বসে আছি। যেদিন ঢাকার পোলা হিট করলো সেদিনও ভাবছিলাম যে ঢাকা থেকে ডাক আসবে, কিন্তু এলো আর কই। হয়তো ভবিষ্যতে যাওয়া হবে।
ব্যক্তিগত জীবনে আসি, ব্যক্তি আকাশ কি রোমান্টিক নাকি কাটখোট্টা?
আমার বন্ধুরা বলে, ‘তোর আর বয়স বাড়লোনা আকাশ!” সেই ছোট্ট বেলায় যা ছিলাম আজো তাই আছি। মজা, আড্ডা, হাসি-ঠাট্টা, প্রেম-ভালোবাসার মধ্যেই পুরো জীবনটা কাটাতে চাই। কাটখোট্টা লোক দেখলেই তার থেকে দশ হাত দূরে থাকি আমি।
চট্টগ্রামে আপনার শ্বশুড়বাড়ি, সেখানে যাওয়া হয় নিয়মিত?
চট্টগ্রাম রাঙ্গামাটি, নামটা শুনলেই চোখে জল আসে আমার। আমার পিতৃতুল্য শ্বশুড় এর ছোটবেলার অনেক কথা শুনি তার কাছ থেকে। আমার বাংলাদেশ যাবার কথা হলেই তিনি বলেন যে একবার চট্টগ্রামটা ঘুরে এসো। যাওয়াটা এখনো হয়নি, বাংলাদেশ গেলে ওখানে যাবোই যাবা।
আগামী ৫ বছর পর আজকের আকাশ নিজেকে কোথায় দেখতে চায়?
পাঁচ বছর বাচবো কিনা সেটাই তো জানিনা (হাসি)। আমার কোন প্লানিং নেই। পৃথিবীতে যিনি পাঠিয়েছেন মহান ঈশ্বর তিনিই আমার ডিসিশন নেন। আমার শুধু তার আজ্ঞা পালন করি। তিনি সকলকে ভালো রাখুন আর আমাকেও তার করুনার সুরে ভাসিয়ে রাখুক।
সাক্ষাতকার গ্রহনে: মোঃ আলতামিশ নাবিল