loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

কোপা ইতালিয়ার শিরোপা জিতলো ইন্টার মিলান


কোপা ইতালিয়ার শিরোপা জিতলো ইন্টার মিলান

ইতালির ফুটবল লিগ সিরি আ এখনো শেষ হয়নি; সেখানে চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছে ইন্টার মিলান ও এসি মিলান। যাহোক, সেই যুদ্ধ শেষ হওয়ার আগেই একটি ঘরােয়া ট্রফি জিতে নিলো ইন্টার। ইউভেন্টাসকে বুধবার (১১ মে) রাতে ৪-২ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে মিলানের ক্লাবটি। ইন্টারের জয়ের মূল নায়ক ক্রোয়েট তারকা ইভান প্যারিসিচ।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে ইন্টারকে প্রথম এগিয়ে দিয়েছিলেন নিকোলো বারেল্লা। লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার। তবে, বিরতির পরে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় ইউভেন্টাস। ৫০তম মিনিটে অ্যালেক্স সান্ড্রাে ও ৫২ মিনিটে ডুসান ভ্লাহোভিচ জাল স্পর্শ করেন।

ম্যাচের ৮০তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান হাকান ক্যাল্হানোগ্লু। ফলে, ২-২ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও একটি পেনাল্টি পায় ইন্টার। ৯৯তম মিনিটে পাওয়া স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন প্যারিসিচ। 

১০২তম মিনিটে প্যারিসিচ নিজের দ্বিতীয় গোল করে ইন্টারের জয় নিশ্চিত করেন। ফলে, ১১ বছর পরে ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুলতে পারলো ইন্টার।

Loading...