loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখলো টটেনহ্যাম


শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখলো টটেনহ্যাম

টটেনহ্যাম হটস্পার ১০ জনের আর্সেনালকে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ চারে থাকার আশা বাঁচিয়ে রাখলো। বৃহস্পতিবার (১২ মে) গানারদের ৩-০ গোলে হারিয়েছে স্পার্সরা।

উত্তর-লন্ডনের প্রতিপক্ষের কাছে হেরে গেলেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের দৌঁড় থেকে ছিটকে পড়তে হতো অ্যান্টনিও কন্টের শিষ্যদের। যাহোক, হ্যারি কেইন ফের ত্রাতা হয়ে আসেন টটেনহ্যামের জন্য। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পার্সদের এগিয়ে দেন তিনি।

ম্যাচের ৩৩ মিনিটেই দুই হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন আর্সেনাল তারকা রব হোল্ডিং। এরপরে, বিরতির আগেই (৩৭ মিনিটে) আরেকটি গোল করে স্পার্সদের নিরাপদ দূরত্বে পৌঁছে দেন ইংলিশ অধিনায়ক কেইন। 

দ্বিতীয়ার্ধের শুরুতে সন হিউং-মিন টটেনহ্যামের পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করে আর্সেনালের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন।

২০১৬-১৭ মৌসুমের পরে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের পথে অনেকটা এগিয়ে যাওয়া আর্সেনালকে এখন চিন্তায় ফেলেছে শেষ পর্যন্ত শীর্ষ চারে টিকে থাকা নিয়ে। এখনো পর্যন্ত অবশ্য সুবিধাজনক অবস্থানেই আছে গানাররা। কিন্তু, টানা চার ম্যাচে জয়ের ধারায় ছেদ পড়ায় দলটি এখন পঞ্চম স্থানে থাকা স্পার্সদের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে রয়েছে। দুই ক্লাবেরই আর দুটি করে ম্যাচ বাকী রয়েছে।

খেলা শেষে পেনাল্টি ও লালকার্ড বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘আমি যেটি ভাবছি, সেটি যদি মুখে প্রকাশ করি – তাহলে নিশ্চিতভাবে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। তবে, আমি জানিনা – কিভাবে মিথ্যা বলতে হয়। সুতরাং, যেটি ভাবছি – সেটি না বলাটাকেই আমি শ্রেয় মনে করি।’

Loading...