loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

খুলনা হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী


খুলনা হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যৌথভাবে মঙ্গলবার (১৪ জুন) ‘খুলনা আইটি, হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

তালুকদার আব্দুল খালেক খুলনার টুটপাড়ায় এই হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই আইটি পার্কটি প্রযুক্তিজ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে সহায়তা করবে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এই হাই-টেক পার্ক খুলনা শিল্পাঞ্চলকে প্রযুক্তিনির্ভর শিল্পাঞ্চলে পরিণত করবে। এটি হবে খুলনার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা। এছাড়া, বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞাননির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন জেলা পর্যায়ে আইটি বা হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় খুলনাতে এই হাই-টেক পার্কটি প্রায় চার একর জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আগামী দুই বছরের মধ্যে পার্কের নির্মাণ কাজ শেষ হবে। পার্কটি চালু হলে প্রতিবছর এক হাজার তরুণ প্রশিক্ষণ গ্রহণ ও তিন হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালাহউদ্দিন জুয়েল, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং খুলনায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার অসীম কুমার সানতা।

Loading...