loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দেশে দৈনিক করোনা-শনাক্ত দুই হাজার অতিক্রম


দেশে দৈনিক করোনা-শনাক্ত দুই হাজার অতিক্রম

বাংলাদেশে সোমবার (২৭ জুন) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ২,১০১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। সেই সঙ্গে, করোনাক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩,৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৫.২০ শতাংশ।

নতুন শনাক্তদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন। এর মধ্যে ২৯,১৪২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, কোভিড-১৯ থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৭৯ জন। ফলে, এই রোগ থেকে এ-পর্যন্ত মোট ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন সুস্থ হলেন।

দেশে এর আগের দিন শনাক্ত হয়েছিলেন ১,৬৮০ জন। শনাক্তের হার ছিল ১৫.৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীর মধ্যে ১,৮০৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ হার কিছুটা কমলে চলতি বছর ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমে এসেছিল। সংক্রমণ ধারাবাহিকভাবে কমে এক পর্যায়ে মার্চের শেষে  সেই সংখ্যা ১০০-এর নিচে নেমে আসে। গত ৫ মে দৈনিক শনাক্তের সংখ্যা নেমেছিল চার জনে। শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।

তবে, গত ২২ মের পর থেকে শনাক্তের সংখ্যা আবারও বাড়ছে। ১১ সপ্তাহ পরে দৈনিক শনাক্ত কোভিড-আক্রান্তের সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে গিয়েছিল। ১২ দিনের মাথায় তা দেড় হাজারও ছাড়ায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড-সংখ্যক ১৬,২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পরে ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Loading...