loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

নগদ-এর ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক’ পুরস্কার অর্জন


নগদ-এর ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক’ পুরস্কার অর্জন

শীর্ষস্থানীয় গ্লোবাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ভিসা ‘নগদ’কে ‘এক্সিলেন্স ইন ফিনটেক প্রডাক্ট ইনোভেশন ২০২২’ পুরস্কার দিয়েছে। মোবাইল ওয়ালেট থেকে যেকোন ভিসা কার্ডে অর্থ স্থানান্তরে নগদের সাম্প্রতিক অফারের জন্য প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেওয়া হলো। অর্থ প্রদান ব্যবস্থা অনেক সহজলভ্য করতে প্রযুক্তির দক্ষতাকে কাজে লাগানোর জন্য নগদকে এই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশে কোনো মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে ভিসা এই প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করলো। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ভিসা রাজধানীতে একটি হোটেলে সম্প্রতি ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-ডিজিটাল পেমেন্টস ফর স্মার্ট বাংলাদেশ ২০২২’ এর আয়োজন করে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের টাকা প্রদান প্রক্রিয়া বিভাগের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার স্কট ব্রাডন, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মেজবাউল হক, নগদ-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) সাদাত আদনান আহমেদ ও প্রধান বিক্রয় কর্মকর্তা (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ, নেপাল ও ভুটানের দায়িত্বে নিয়োজিত ভিসার কান্ট্রি  ম্যানেজার সুমায়া বসু বলেন, ‘আমরা এক্সিলেন্স ইন ফিনটেক প্রডাক্ট ইনোভেশন ২০২২’ পুরস্কারের মাধ্যমে নগদের অবদানের স্বীকৃতি দিতে পেরে খুশি এবং আমরা তাঁদেরকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, নগদ ও ভিসা যৌথভাবে মাত্র কয়েকমাস আগে এই ব্যবস্থা চালু করে। এতে গ্রাহকরা নগদ অ্যাপ ব্যবহার করে, তাঁদের ওয়ালেট থেকে ভিসা কার্ড সংশ্লিষ্ট যেকোন ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর সুযোগ পান। বসু আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এমএফএস ও ব্যাংকের মধ্যে আন্তক্রিয়া দ্রুত করতে এই উদ্যোগ কেবলমাত্র ডিজিটাল পেমেন্টই সহজ করেনি, বরং এ ব্যবস্থা যেকোনো সময় এবং যেকোনো স্থান থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের জন্য স্বস্তি এনে দিয়েছে।’

নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, নগদ সব সময়েই দেশের সাধারণ মানুষের সুবিধার দিকে লক্ষ্য রেখে বৈপ্লবিক সমাধান চালু করতে চেষ্টা করে। তিনি নগরীর একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-ডিজিটাল পেমেন্টস ফর স্মার্ট বাংলাদেশ ২০২২’ পুরস্কারটি গ্রহণ করেন।

Loading...