loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিপিএল: শেখ জামালকে হারালো মোহামেডান


বিপিএল: শেখ জামালকে হারালো মোহামেডান

টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে শেখ রাসেলের পরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছেও পরাজিত হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার (২৭ জুন) দলটি ৩-১ গোলে হেরেছে সাদা-কালোদের কাছে। লিগে ১৭ ম্যাচে মাত্র তিন পরাজয়ে মধ্যে শেখ জামালের টানা দ্বিতীয় হার এটি। এই পরজয়ে শিরোপা লড়াই থেকেও অনেকটা দূরে সরে গেল দলটি।

শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে দলটি রয়েছে তৃতীয় স্থানে; তাঁদের হাতে ম্যাচ আছে মাত্র পাঁচটি।

মোহামেডান আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরেছিল ৪-২ গোলে। তবে, সোমবার শেখ জামালের বিপক্ষে আধিপত্য দেখিয়েই জিতেছে। ঢাকার মতিঝেলের ক্লাবটি কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ৩৪ মিনিটে। ফাহিমের ক্রসে মোরসালিনের সাইড ভলি জালে জড়ায়। 

চার মিনিট পরই অবশ্য শেখ জামাল সমতায় ফিরেছিল আত্মঘাতী গোলে। রায়হান হাসানের থ্রো ইনে ওতাবেক ভালিজনভের শট সোলেমান দিয়াবাতের পায়ে লেগে দিক বদলে ঢুকে যায় জালে। দিয়াবাতেই বিরতির আগে সাদা-কালোদের আবার এগিয়ে দিয়েছিলেন। বক্সের ভেতর রায়হানের হ্যান্ডবলে স্পট কিক পায় মোহামেডান; সেটি থেকেই ব্যবধান ২-১ করেন দিয়াবাতে।

৮৩ মিনিটে বক্সের ভেতর আরিফুল ইসলাম আবার হাত দিয়ে বল আটকালে দ্বিতীয় স্পট কিক পায় মোহামেডান; আর সেটি থেকে দিয়াবাতে নিজের দ্বিতীয় গোল করে সাদা-কালোদের জয় নিশ্চিত করেন।

মোহামেডান লিগে ২৫ পয়েন্ট নিয়ে এখন রয়েছে ষষ্ঠ স্থানে। শেখ জামালের পয়েন্ট ৩০।

Loading...