loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বাংলাদেশে ঈদ-উল-আজহা কবে, জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যায়


বাংলাদেশে ঈদ-উল-আজহা কবে, জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যায়

বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আজহা কবে উদযাপন করা হবে – সেটি জানা বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায়। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনে সূত্রে বুধবার (২৯ জুন) এ-তথ্য জানা গেছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ জানায়, বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ-উল-আজহার তারিখ নির্ধারণ করবে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাটি হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই, রোববার  (১০ জিলহজ) ঈদ-উল-আজহা উদযাপন শুরু হবে। বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে, শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১১ জুলাই (সোমবার) সারাদেশে ঈদ উদযাপন করা হবে।

হিজরি সনের জিলহজ মাসের ১০ তারিখে ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ উদযাপন শুরু হয়ে থাকে।

Loading...