loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

  • ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদিত

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন সিআরও এনামুল হক

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

কার্লোস সান্তানা কনসার্টে অচেতন, পরে সুস্থ


কার্লোস সান্তানা কনসার্টে অচেতন, পরে সুস্থ

কিংবদন্তি মেক্সিকান-মার্কিন গিটারিস্ট কার্লোস সান্তানা ওপেন এয়ার কনসার্টে গিটার বাজানোর সময় মঞ্চ থেকে ভেঙে পড়ে আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে এই ঘটনা ঘটে। তাঁকে নেওয়া হয়েছে ক্লার্কস্টনের একটি হাসপাতালে। সেখানে ৭৪ বছর বয়স্ক এই কিংবদন্তিকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। তাঁকে পর্যবেক্ষণের জন্য ওই স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

‘পাইন নব মিউজিক থিয়েটার’-এর এক  কনসার্টে পারফর্ম করছিলেন। তীব্র গরমে ঘেমে শরীরে পানিশূন্যতা তৈরি হওয়ায় অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।

পরে, সান্তানা নিজের ফেইসবুক পেইজে লিখেছেন, ‘খেতে ও পানি খেতে ভুলে গিয়েছি। তাই, পানিশূন্যতায় আক্রান্ত হয়েছি।’

সান্তানার ম্যানেজার মাইকেল ভ্রিওনিস বলেছেন, ‘আপাতত তিনি ভালো আছেন।’ পরবর্তী শোগুলোর বিষয়ে ম্যানেজার বলছেন, ‘আপাতত সেসব স্থগিত করতে হবে। পূর্ব নির্ধারিত বারগেটস্টাউনের শো স্থগিত করতে হবে। পরে তারিখ ঠিক করা হবে।

ভিডিও ফুটেছে দেখা গেছে, ঘটনার পরে ক্লার্কস্টনের পাইন নব থিয়েটারে আহত সান্তানাকে উদ্ধার করা হচ্ছে। ওই ভিডিওতে আরও দেখা যায়, সান্তানাকে স্ট্রেচারে চাকা নিয়ে যাওয়ার সময় তিনি দর্শকদের দিকে হাত নাড়ছেন।

সান্তনা ১০ বার গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী সান্তানার একজন প্রতিনিধি বলছেন, ‘তাপক্লান্তি পানিশূন্যতায় ভুগছিলেন সান্তানা। ’

সান্তানা ও তাঁর ব্যান্ড বেশকিছু শো নিয়ে উত্তর আমেরিকায় টুর করছেন।

মেক্সিকান বংশোদ্ভূত আমেরিকান কার্লোস সান্তানা ১৯৪৭ সালের ২০ জুলাই মেক্সিকোর অটলান ডি নাভারোতে জন্মগ্রহণ করেন। তিনি জনপ্রিয় সঙ্গীত রক, জ্যাজ, ব্লুজ আফ্রো-কিউবান ছন্দকে ল্যাটিন শব্দের সাথে একত্রিত করে একীকরণ (ফিউশন) করেছেন।

Loading...