loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

চলে গেলেন কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান


চলে গেলেন কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান

ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ, রঙিন ফানুস’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘চাঁদের সাথে দেব না’, কী জাদু করিলা’সহ অসংখ্যা জনপ্রিয় গানের  কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টা ৩২ মিনিটে মারা গেছেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর পুত্র-সংগীত পরিচালক আরমান খান।

মরহুমের প্রথম জানাজা বিকেল সাড়ে চারটায় চ্যানেল আই প্রাঙ্গনে ও দ্বিতীয় জানাযা বাদ আসর এফডিসিতে হবে বলে জানিয়েছেন আরমান খান। এপর রপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ের চূড়ায় নির্মিত  মসজিদুল আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক (রঃ) এর প্রাঙ্গণে।  সেখানে জান্নাতুল ফেরদৌস কম্পলেক্সে স্ত্রীর কবরের পাশেই শায়িত হবেন তিনি।

Loading...