loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই


অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে এ-তথ্য নিশ্চিত করেছেন।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। তিনি ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বেতারের শিল্পী ছিলেন। তাঁর প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি।

ষাটের দশকে নায়িকা হিসেবে তিনি নাম কামিয়েছেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায়। তিনি কিছু উর্দু সিনেমাতেও অভিনয় করেছেন।

শর্মিলী তাঁর স্বামী পরিচালক রকিবউদ্দিন আহমেদের ‘পলাতক’ সিনেমাতেও অভিনয় করেছেন। স্বাধীনতার পর ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম তিনি বয়সী মায়ের চরিত্রে অভিনয় করেন।

এছাড়া, তিনি প্রায় ৪০০ নাটকে অভিনয় করেছেন। অভিনয়জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন।

Loading...