loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মুক্তি পেয়েছে ঈদের ছবি ‘দিন: দ্য ডে’, ‘সাইকো’ ও ‘পরাণ’


মুক্তি পেয়েছে ঈদের ছবি ‘দিন: দ্য ডে’, ‘সাইকো’ ও ‘পরাণ’

এবার পবিত্র ঈদ-উল-আজহার দিন সারাদেশে মুক্তি পেয়েছে তিনটি নতুন সিনেমা – ‘দিন: দ্য ডে’, ‘সাইকো’ ও ‘পরাণ’।

সংবাদে প্রকাশ, এর মধ্যে সবচেয়ে বেশি ১০৭টি হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিল-বর্ষা অভিনীত ও ইরানি পরিচালক মুর্তজা অতাশজমজম পরিচালিত ‘দিন: দ্য ডে’। দ্বিতীয় অবস্থানে রয়েছে অনন্য মামুন পরিচালিত ও পূজা চেরি-রোশান অভিনীত ‘সাইকো’। ছবিটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে, রায়হান রাফি পরিচালিত এবং শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’। এই চলচ্চিত্রটি সারাদেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

ঈদের এই তিন সিনেমার মধ্যে কোনটি দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করবে – সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী কয়েক সপ্তাহ। জানা গেছে, দর্শকরা তিনটি ছবিই কম-বেশি দেখছেন। তবে, ‘দিন: দ্য ডে’ ছবির রেসপন্স তুলনামূলকভাবে বেশি।

অনন্ত জলিল গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘দিন: দ্য ডে’ ১০০ কোটি টাকা বাজেটের সিনেমা; সেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। এই সিনেমাটি বিনোদন ও শিক্ষামূলক।

তিনি আরও বলেছেন, এই সিনেমার গল্প, নির্মাণশৈলী, সাউন্ড, লোকেশন থেকে পোস্ট প্রোডাকশন – সবকিছুতেই নতুনত্ব আছে। এসব কারণে সিনেমাটি এই ঈদে মুক্তি পাওয়া অন্যান্য চলচ্চিত্রের তুলনায় এগিয়ে থাকবে।

‘সাইকো’ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেছেন, যাঁরা ভালো গল্পের বাণিজ্যিক সিনেমা পছন্দ করেন, তাঁদের জন্যই ‘সাইকো’। দর্শকরা বেশ আনন্দ নিয়ে সিনেমাটি দেখবেন। ঈদের প্রথম সপ্তাহে ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও আগামী সপ্তাহে আরও বেশি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে বলে তাঁর ধারণা।

অন্যদিকে, ‘পরাণ’ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম প্রায় তিন বছর পরে ছবিতে ফিরেছেন। তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আমন্ত্রণ জানান। এই ছবিতে মিমের বিপরীতে রয়েছেন আলােচিত অভিনেতা শরীফুল রাজ।

Loading...