loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বিয়ে করলেন পূর্ণিমা


বিয়ে করলেন পূর্ণিমা

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করলেন। বরের নাম আশফাকুর রহমান রবিন; পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

পূর্ণিমা ও রবিনের পরিবারের সম্মতিতে গত ২৭ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবদম্পতি বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন। পূর্ণিমা বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে নিজেই বিয়ের খবর জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

২০০৭ সালে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে বিয়ে হয়েছিল পূর্ণিমার। এরপরে, তিনি চলচ্চিত্রে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিলেন। ২০১৪ সালে তাঁর কোলজুড়ে আসে কন্যাসন্তান।

আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দীর্ঘদিন ধরে আলাদা থাকছিলেন ‘মনের মাঝে তুমি’খ্যাত এই অভিনেত্রী।

Loading...