loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক


পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

পাঁচ লাখ টাকার বেশি জাতীয় সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় কিনতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। এতদিন শুধুমাত্র টিআইএন সনদ দাখিল করার নিয়ম ছিল। সোমবার (২৫ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এ-সংক্রান্ত একটি চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে ।

নির্দেশনায় বলা হয়েছে, এনবিআর-এর সিদ্ধান্ত অনুযায়ী ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব সমূহ ও সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে সংশ্লষ্ট ইসু অফিসে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে। এতদিন টিআইএন দাখিল করার নিয়ম ছিল। নতুন এই নির্দেশনার ফলে এখন থেকে সঞ্চয়পত্র কিনতে টিআইএন দাখিল করতে হবে না।

এক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র, অথবা করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটর সনদপত্র অথবা উপ কর-কমিশনারের নিকট থেকে ইসুকৃত সনদ পত্র জমা দিতে হবে। এছাড়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে টিআইএন সনদ দাখিল করতে হবে।

Loading...