loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

অ-২০ সাফ ফুটবল: অপরাজিত বাংলাদেশ ফাইনালে


অ-২০ সাফ ফুটবল: অপরাজিত বাংলাদেশ ফাইনালে

বাংলাদেশ দল অনুর্ধ্ব-২০ সাফ ফুটবলে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল। মঙ্গলবার (২ অগাস্ট) লিগ পর্বের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও টেবিলের শীর্ষ দল হিসেবেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশের ফাইনালের ভারত অথবা মালদ্বীপ, যেটি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আগামী ৫ অগাস্ট হবে।

নেপালকে ফাইনালে যেতে হলে এই ম্যাচে শুধু জিতলেই হতো না, জিততে হতো বড় ব্যবধানে। সেজন্য ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়েছিল দলটি। যাহোক, বাংলাদেশের রক্ষণভাগ নেপালের আক্রমণ ভালোভাবেই সামলেছে। ফলে, প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতিতে লালকার্ড দেখেন বাংলাদেশের মিডফিল্ডার শহিদুল ইসলাম ও নেপালের মিডফিল্ডার দীপেশ গুরং।

এরপর বাংলাদেশই এগিয়ে যায় পিয়াস আহমেদ নোভার গোলে। ডানদিক থেকে রফিকুল ইসলামের কাটব্যাকে নিখুঁত শটে বল জালে জড়ান নােভা। এর মিনিট কয়েক পরই অবশ্য নেপাল সমতা ফেরায়। বক্সের বাইরে থেকে নিরঞ্জন মালোর অসাধারণ এক শট বাংলাদেশ গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত, ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

Loading...