loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মারিও জাগালোর শারীরিক অবস্থার উন্নতি


মারিও  জাগালোর শারীরিক অবস্থার উন্নতি

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মারিও জাগালোর শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। ব্রাজিলের এই ‘আইকনিক’ ফুটবল ব্যক্তিত্ব শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে গত বুধবার রিও ডি জেনিরোর হাসপাতাল বারা ডি’অরে ভর্তি হয়েছেন। জাগালোকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, ৯০ বছর বয়সী জাগালো মেডিকেল টিমের প্রয়োজনীয় চিকিৎসার বিপরীতে ভালোই সাড়া দিচ্ছেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্বটা প্রথম গড়েছিলেন জাগালো।

আগামী মাসে ৯১ বছরে পা রাখতে যাওয়া জাগালো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। প্রায়ই নিজের খেলোয়াড়ী জীবনের বিভিন্ন ছবি ও সুভেনির ইনস্টাগ্রামে পোস্ট করেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা এক লাখেরও বেশি। অসুস্থ হবার মাত্র চার দিন আগেই তিনি সেলুনে চুল-দাঁড়ি কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন।

১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের সাথে খেলে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়েছেন ব্রাজিলকে। এরপর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা পাইয়ে দেন। ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলটিতে তিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আবারো ১৯৯৮ সালে কোচের দায়িত্ব পান। সেই আসরে ফাইনালে ফ্রান্সের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল। 

খেলোয়াড় ও কোচ হিসেবে জাগালো ছাড়াও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে শুধুমাত্র জার্মানির ফ্রেঞ্জ বেকেনবাওয়ার (১৯৭৪ ও ১৯৯০) এবং ফ্রান্সের দিদিয়ের দেশম-এর (১৯৯৮ ও ২০১৮)।

তোস্তাও, পেলে, জর্জিনিয়ো, রিভেলিনো, জার্সনদের নিয়ে জাগালোর অধীনে ১৯৭০’র বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলেছিল ব্রাজিল।

Loading...