loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ম্যাচ শেষ হওয়ার আগে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ায় ক্ষুব্ধ কোচ


ম্যাচ শেষ হওয়ার আগে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ায় ক্ষুব্ধ কোচ

আসন্ন মৌসুমের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশায় ইউনাইটেড ছাড়তে চাওয়া রোনাল্ডো দলটির আগের পাঁচটি প্রীতি ম্যাচে অংশ নেননি। অনেক নাটকীয়তার পর রায়োর বিপক্ষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ফেরেন তিনি। তবে, শুরুর একাদশে থাকলেও মাঠে নিজের সামর্থ্যের ছাপ রাখতে ব্যর্থ হন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথমার্ধের ৪৫ মিনিটে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি রোনাল্ডো। বিবর্ণ নৈপুণ্যের কারণে দ্বিতীয়ার্ধে পর্তুগাল সুপার স্টারকে আর মাঠে নামাননি ম্যান ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ। পরে, ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই ওল্ড ট্র্যাফোর্ড থেকে বেরিয়ে যেতে দেখা যায় রোনাল্ডোকে। সে-সময় তার পাশে ছিলেন আরেক পর্তুগিজ ফুটবলার দিয়োগো দালত।

রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমকে এড়িয়ে গিয়েছিলেন ম্যানইউ-এর নতুন কোচ। অবশেষে, শিষ্যদের আগেভাগে মাঠ ছেড়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন তিনি। সুইডেনভিত্তিক স্ট্রিমিং সার্ভিস ভিয়াপ্লে’র কাছে বুধবার (৩ অগাস্ট) প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি, ‘(রোনালদোর পাশাপাশি) আরও অনেকেই মাঠ ছেড়ে বাসায় চলে গিয়েছিল। এটা সবার জন্যই গ্রহণযোগ্য নয়। আমি তাঁদের বলেছি যে – এটা অগ্রহণযোগ্য। আমরা একটি দল, একটি স্কোয়াড এবং তাঁদের (ম্যাচের) শেষ পর্যন্ত (স্টেডিয়ামে) থাকা উচিত।’

রোববার (৩১ জুলাই) রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে স্প্যানিশ ক্লাব রায়োর সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড। ম্যাচের বিরতির পরে পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোর বদলি হিসেবে নামা আমাদ দিয়ালো লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় স্বাগতিক দল। পরে, সফরকারীদের সমতায় ফেরান আলভারো গার্সিয়া রিভেরা।

ইউনাইটেড অবশ্য প্রকাশ্যে বলেছিল যে, রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার আগে রোনাল্ডোর ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যাওয়ার বিষয়ে তাঁদের কোনো সমস্যা নেই। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না ইউনাইটেড। যে-কারণে দলটি ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন রোনাল্ডো। যেকোনো উপায় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান ৩৭ বছর বয়সী এই তারকা।

রোনাল্ডোর আগেভাগে ভেনু ত্যাগ করা প্রসঙ্গে কোচ টেন হগ বলেন, ‘আমি কোনোভাবেই এটি মানতে পারছি না। এটি কারো কাছেই গ্রহনযোগ্য নয়। আমরা একটি দল এবং প্রত্যেককেই খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

চলতি গ্রীষ্মে রোনাল্ডোর দলবদল নিয়ে আলোচনার শেষ নেই। পর্তুগিজ তারকা পরিস্কারভাবেই বলেছেন যে, তিনি ইউনাইটেড ছাড়তে চান। জবাবে, ইউনাইটেডও সাফ জানিয়ে দিয়েছে – তাঁকে বিক্রি করা হবে না। 

ইউনাইটেডের সঙ্গে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি আছে।

ম্যানইউ’র কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ফুটবলে টেন হাগের অভিষেক হবে আগামী রোববার। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে ক্লাবটি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ওই ম্যাচে পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর শুরুর একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ।

Loading...