loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিগ ওয়ান-এর বর্ষসেরা খেলোয়াড় হলেন ডেম্বেলে

  • সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

  • ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

‘বঙ্গমাতা’র অফিসিয়াল পোস্টার প্রকাশিত


‘বঙ্গমাতা’র অফিসিয়াল পোস্টার প্রকাশিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবনী নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’ নির্মাণ করা হচ্ছে। শিল্পকলা একাডেমিতে সোমবার (৮ অগাস্ট) বঙ্গমাতার জন্মদিনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হবে। এর আগে, বৃহস্পতিবার এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

২৮ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের পরিচালনা করছেন গৌতম কৈরী। খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা, ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন নাসরীন মুস্তফা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।

স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রে উঠে আসবে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোটবেলা থেকে ১৫ অগাস্ট পর্যন্ত বিভিন্ন সময়ের ঘটনা। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। চলতি মাসেই সিনেমাটি মুক্তি পাবে। এরপর কয়েকটি টিভি চ্যানেলে প্রচার করা হবে।

জানা গেছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দেখানো হবে এই সিনেমাটি।

Loading...