loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিগ ওয়ান-এর বর্ষসেরা খেলোয়াড় হলেন ডেম্বেলে

  • সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

  • ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রি ২১ মে থেকে শুরু

  • সাত বছর পরে বুন্দেসলিগায় হামবুর্গ

  • চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই ও মোনাকো

পুত্রসন্তানের মা-বাবা হলেন পরিমনি-শরীফুল রাজ


পুত্রসন্তানের মা-বাবা হলেন পরিমনি-শরীফুল রাজ

ঢালিউড তারকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ মা-বাবা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে বুধবার (১০ অগাস্ট) বিকেলে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। এদিন সন্ধ্যায় গণমাধ্যমকে জানানো হয়, মা ও নবাগত সন্তান দুজনই সুস্থ আছেন।

নতুন অতিথিকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস বইছে দুই পরিবারে। সন্তানের বাবা-মা হওয়ার খবরে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাজ ও পরী। ভক্ত-শুভাকাঙ্ক্ষী, স্বজন ও সহকর্মীরা এই দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতে তিনি জানিয়েছিলেন, কন্যাসন্তান হলে তাঁর নাম রাখবেন রানি, আর পুত্রসন্তান হলে রাজ্য।

এদিকে, ২৪ ঘণ্টা না পেরোতেই সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন পরীমনি; জানিয়েছেন নামও। বৃহস্পতিবার (১১ অগাস্ট) ফেইসবুকে নবজাতকের ছবি প্রকাশ করেন তিনি। পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন মা। ছবির ক্যাপশনে লেখা রয়েছে – ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

গত বছর গিয়াস উদ্দিন সেলিম নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তী সময়ে তাঁদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি। 

অবশ্য, খবরটি প্রকাশ্যে এসেছে এ-বছরের ১০ জানুয়ারি। একইদিন রাজ-পরী ঘোষণা করেন – সন্তান আসছে তাঁদের ঘরে। এর পর, ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Loading...