loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব পেলেন সাকিব


টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব পেলেন সাকিব

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্বে থাকবেন বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ-মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন টাইগারদের টেস্ট দলনেতা সাকিব। 

জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। আজ (শনিবার, ১৩ অগাস্ট) দীর্ঘ বৈঠকের পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন এশিয়া কাপ, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি।’

বাংলাদেশ দল মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ভালো সময় পার করছিল না। তাই, টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম পছন্দই ছিলেন সাকিব। সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান; কারণ, সাকিব জিম্বাবুয়ে সফরে যাননি।

যদিও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়ক হওয়ার পথেই ছিলেন সাকিব। তবে, বেটিং কোম্পানি বেটউইনার নিউজের সাথে একটি চুক্তি করে বির্তকের জন্ম দেন। ঐ চুক্তিটি সাকিব ভক্তদের শুধু হতাশই করেনি, ক্ষুব্ধ হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। কারণ, বাংলাদেশ এবং বিসিবি আইন অনুযায়ী – বেটিং সম্পূর্ণ নিষিদ্ধ।

বিসিবি’র কড়া অবস্থানের পরে চুক্তি থেকে বের হয়ে আসেন সাকিব। তিনি শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শনিবার (১৩ অগাস্ট) গুলশানে বিসিবি-প্রধানের বাসায় দেখা করেন। ঐ বৈঠকে উপস্থিত ছিলেন দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবং দুই নির্বাচক – মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। সাকিব এ-সময় নিজের অবস্থান পরিস্কার করেছেন এবং ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন।

বোর্ডের অনুমতি না নিয়ে বেটউইনারের সাথে চুক্তি করে বিসিবির নিয়ম ভঙ্গ করেছিলেন সাকিব। যেকোনো অনুমোদনের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড়কে আইন অনুযায়ী বোর্ডের অনুমতি নিতে হয়।

এদিকে, আগামী ২৭ অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টেস্টের নিয়মিত পেসার এবাদত হোসেন। আর তিন বছর পরে জাতীয় দলে ফিরেছেন ব্যাটার সাব্বির রহমান। দলে আরও ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও পারভেজ হোসেন ইমন।

Loading...